শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সাথে ফিলিস্তিনের প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হয়েছে

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন। এ বৈঠকের পর গত রামাল্লা সফরে যান তিনি।

গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) তিনি রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে একটি বৈঠক করেন।

এ বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অভিযোগ করেছেন, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চুক্তি লঙ্ঘন করে একের পর এক নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে।

মাহমুদ আব্বাস আরো বলেন, “ফিলিস্তিন আলোচনায় বসার জন্য প্রস্তুত রয়েছে।”

এছাড়াও তিনি ইসরাইল প্রশাসনের দখলদারিত্ব ও নির্যাতন বন্ধ করার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

বৈঠকে অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকরা যাতে একই অধিকার, একই সুযোগ-সুবিধা পায় আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাবো। এ অঞ্চলের সহিংসতা কমানোই আমাদের লক্ষ্য।

সূত্র: রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img