শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ইরানে হামলার প্রতিশোধের ভয়ে সতর্কতার মাত্রা বাড়িয়েছে ইসরাইলী বাহিনী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অন্যতম ইহুদিবাদী গণমাধ্যম ‘কান’ জানিয়েছে, ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক আক্রমণ মোকাবেলা করতে ইসরায়েল সতর্কতার মাত্রা বাড়িয়েছে।

ইহুদিবাদী এই গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সামরিক বিষয়ক বিশ্লেষক রুই শ্যারন এ কথা বলেন।

তিনি বলেন, ” ইরানের প্রতিশোধের ভয়ে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কতার মাত্রা বাড়িয়েছে।”

তিনি আরো বলেন, ইয়েমেন, সিরিয়া বা ইরাক থেকে ড্রোন, মর্টার বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে। এছাড়াও আত্মঘাতী ড্রোন ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠী তার অপরাধমূলক কর্মকাণ্ডের ফলাফল খুব শীঘ্রই দেখতে পাবে। কারণ তারা অতীতে এই ধরনের কর্মকাণ্ডের উত্তর পেয়েছে।

উল্লেখ্য; গত রবিবার ইরানের কেন্দ্রীয় শহর ইস্ফাহানের কাছে একটি সামরিক কারখানায় ড্রোন হামলার ঘটনা ঘটে। ইরান কতৃপক্ষ দাবি করেছিল তারা ড্রোনটিকে ভূপাতিত করেছে। অন্যদিকে একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “এতে ইসরাইল জড়িত ছিল বলে মনে হচ্ছে।” তবে এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আছে কিনা এ বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

সূত্র: কেপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img