সোমবার, অক্টোবর ২, ২০২৩

মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালে মাওলানা সুলতান যওক নদভীর শোক

মাহবুবুল মান্নান

দেশের বিশিষ্ট আলেম ও জামায়াতে ইসলামি বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা সুলতান যওক নদভী।

মঙ্গলবার (১৫আগষ্ট) গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই বর্ষীয়ান আলেম বলেন,মাওলানা সাঈদীর মৃত্যু সংবাদ শুনে আমি খুবই ব্যথিত ও মর্মাহত হয়েছি। তিনি ছিলেন দ্বীনের একজন মুখলিস দায়ী। তার হাতে বিভিন্ন ধর্মের অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে।

তিনি বলেন, মাওলানা সাঈদী(রহ.)আমাকে খুব মুহাব্বত করতেন, আমিও তাকে আল্লাহর জন্য মুহাব্বত করতাম। অসংখ্য সভাসমাবেশে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি দুইবার তার বাসভবনেও গিয়েছি।

মহান আল্লাহ তার জীবনের যাবতীয় ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুক এবং তার শোকসন্তপ্ত পরিবার ও ভক্ত অনুরক্তদের ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img