সোমবার, অক্টোবর ২, ২০২৩

ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন করল খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি

ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা করেছে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ।

আজ (১৬ আগস্ট) বুধবার সকাল ১০ টায় রাজধানী ঢাকার ধোলাইপাড়ের একটি রেস্টুরেন্ট খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর কমিটি নবায়ন উপলক্ষে মতবিনিময় সভায় সদস্যদের নাম ঘোষণা করা হয়।

হাফেজ মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা আবু ইউসুফ ও মুফতী শফিক সাদীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আমীর ও মধুপুর পীর মাওলানা আব্দুল হামীদ। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা রশিদ আহমদ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে রাসুলের মর্যাদা ভূলন্ঠিত হবে এটা আমরা হতে দিতে পারি না। কিন্তু কাদিয়ানীরা রাসুলের মর্যাদার উপর আঘাত হেনেই যাচ্ছে। এবং তারা অব্যাহতভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
সুতরাং অনতিবিলম্বে তাদেরকে সংসদে আইনের মাধ্যমে কাফের ঘোষণা করতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন, নায়েবে আমীর মুফতী সাখাওয়াত হোসেন রাজী, মুফতী বশির আহমদ, মহাসচিব মুফতী মুহাম্মদ ইমাদুদ্দীন ও যুগ্ন মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা নেয়ামত উল্লাহ, সহ অর্থ সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ নোমানী, দফতর সম্পাদক মাওলানা আবু ইউসুফ, আল মারকাযুল ইলমী ঢাকার মহাপরিচালক ও বেফাকের আমেলা সদস্য মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান খুলনার হুজুরসহ ঢাকা মহানগর দক্ষিণের ৫ শতাধিক আলেম উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিতদের মতামতের ভিত্তিতে ৭৭ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন :

সভাপতি মাওলানা রশিদ আহমদ,সিনিয়র সহ-সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সহ-সভাপতি মুফতী জসিম উদ্দিন, মাওলানা ইমদাদুল ইসলাম, মুফতী সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা শফিকুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মুফতী মুজিবুর রহমান, মাওলানা মুরশিদুল আলম, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা সলিমুল্লাহ, মুফতী মনিরুজ্জামান, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা হুসাইন আহমদ, মুফতী বুরহান উদ্দিন রব্বানী, মাওলানা মনজুরুল ইসলাম কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতী যফর আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা ইদ্রিস (ফেনীর হুজুর) ও মুফতী মাহমুদ হাসান। সেক্রেটারি মুফতী শফিক সাদী, যুগ্ন সেক্রেটারি মুফতী তানভীর আহমদ সিদ্দিকী, মুফতী বেলাল হোসেন কাসেমী, মাওলানা জুবায়ের কাসেমী, মুফতী ওযায়ের আমীন, মুফতী রুহুল আমীন, মুফতী রেদওয়ানুল বারী সিরাজী, মুফতী সাইফুল্লাহ হাবিবী, মাওলানা সিদ্দিকুর রহমান, আলহাজ্ব সৈয়দ জহির উদ্দিন, মুফতী আব্দুল কাইয়ুম ও মাওলানা ওয়ালী উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হামিদী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী, মুফতীআবদুল গাফফার, মাওলানা রফিকুল ইসলাম রুবেল, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা হাবিবুল্লাহ ফরাজী, মাওলানা ফুয়াদ বিন মিজান ও হাফেজ মাওলানা হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সহ অর্থ সম্পাদক এইচ এম মনিরুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতী ইমামুদ্দীন, সহ প্রচার সম্পাদক মুফতী দেলোয়ার হোসাইন, মাওলানা রিয়াজুল ইসলাম, মুফতী রাফিউদ্দিন মাহমুদ নূরী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম বিক্রমপুরী, মুফতী ফয়জুল্লাহ ও মাওলানা মাহমুদ হাসান, দফতর সম্পাদক মাওলানা হাসান বিন বাশার, সহ দফতর সম্পাদক মুফতী রেজাউল বারী, মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ, মুফতী সাইয়েদ হোসাইন ও মুফতী আব্দুল্লাহ আল ফাহাদ, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মানযূর হাসান জুবায়ের, সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা সাকিবুল ইসলাম কাসেমী, মাওলানা জাকারিয়া, মাওলানা আব্দুর রহিম বিপ্লবী ও মুফতী মুয়াবিয়া আল হাবিবী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুফতী নাফিউল ইসলাম, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুর উদ্দিন কাসেমী, মাওলানা আবু জাফর, মাওলানা আনোয়ার, মোস্তফা কামাল, খাইরুল ইসলাম অরুণ, মাওলানা নুরুল্লাহ, মাওলানা আল আমিন, হাজী জামাল নাসের চৌধুরী, হাজী আব্দুল খালেক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সাব্বির, মাওলানা ওমর ফারুক ও মুফতী বেলাল হোসেন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img