শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি হ্রাস পেতে পারে

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশের দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি হ্রাস পেতে পারে। সামান্য কমতে পারে রাতের তাপমাত্রাও।

বৃহস্পতিবারও দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। দু-এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে।

গতকাল বুধবার রাতে কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পর দেশের তাপমাত্রা বেশ কমেছে।

আগামী ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত) এ তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আগামী তিন দিন, অর্থাৎ শনিবার পর্যন্ত, গরম তুলনামূলকভাবে কম থাকারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবারের পর তাপমাত্রা আবার বাড়তে পারে।

গত রাতে সারা দেশের কোনো কোনো অঞ্চলে ঝড়, দমকা হাওয়া ও বৃষ্টি হয়। তখনই দেশে তাপমাত্রা কমে যায়। আবহাওয়াবিদেরা বলছেন, রাতে ঢাকায় বৃষ্টির চেয়ে বরং বাতাস বেশি ছিল, যা ঘণ্টায় ৮৩ কিলোমিটার বেগে বয়ে যায়।

গতকাল সর্বোচ্চ বৃষ্টি হয় টাঙ্গাইলে, ২৯ মিলিমিটার। এ ছাড়া ঈশ্বরদীতে ছিল ২২ মিলিমিটার।

এ ছাড়া বগুড়াসহ রাজশাহীর বেশ কিছু জায়গায়, সিরাজগঞ্জ, কুষ্টিয়ার কুমারখালী, সিলেট ও সৈয়দপুরে বৃষ্টি হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img