বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

চীনের সঙ্গে আলোচনায় সমাধান না পাওয়ার কথা স্বীকার করলো ভারত

লাদাখ নিয়ে চীনের সঙ্গে আলোচনায় কোনো সমাধানসূত্র মেলেনি বলে স্বীকার করে নিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

দফায় দফায় আলোচনা করেও ভারত-চীন সম্পর্কে জট না ছাড়ার বিষয়টি স্বীকার করে তিনি জানিয়েছেন, কূটনৈতিক ও সামরিক পর্যায়ে চলা সংলাপ থেকে কাজের কাজ কিছুই হয়নি। খবর হিন্দুস্তান টাইমসের।

রাজনাথ সিং বলেন, যতক্ষণ অচলাবস্থা থাকবে, ততদিন সেনা কমানোর প্রশ্ন আসে না। অচলাবস্থা কাটাতে দফায় দফায় বৈঠক হলেও সাফল্য আসেনি।

পরবর্তী পর্যায়ের সামরিক বৈঠক খুব দ্রুতই হবে বলে জানান তিনি। তবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান পাওয়া যাবে বলে এখনও আশা প্রকাশ করেছেন রাজনাথ।

করোনা ও মারাত্মক শীতের মধ্যেও সীমান্তে হাজার হাজার সেনা উপস্থিত রেখেছে ভারত-চীন। পরিস্থিতির কোনো উন্নতি না হলে দুই দেশই সেনা সরাবে না বলে মনে করেন রাজনাথ সিং।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img