বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

তুরস্ক ও গ্রিসে ভূমিকম্পে নিহত বেড়ে ২৮

তুরস্কে ভূমিকম্পের একদিন পর ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও অনেক মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এখন পর্যন্ত ২৮ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন দেড় শতাধিক।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৭ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল তুরস্কের ইজমির প্রদেশে। পার্শ্ববর্তী অ্যাথেন্স এবং ইস্তাম্বুলেও কম্পন অনুভূত হয়েছে। এতে ইজমির শহরের অন্তত ২০টি বহুতল ভবন ধসে পড়েছে।

ইজমির শহরের ২০টি ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে জরুরি বিভাগের কর্মীরা সারা রাত ধরে কাজ করেছেন। এপর্যন্ত ৭০ জনকে বের করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ান বলেছেন, সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সরকারি সব প্রতিষ্ঠান কাজ করেছ।

তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আমাদের নাগরিকদের সঙ্গে আমরা আছি। সম্ভাব্য সবকিছু করার জন্য সমবেতভাবে সবাই অংশ নিয়েছে।

এদিকে শুক্রবারের ভূমিকম্পে কেঁপে উঠে গ্রিসের উত্তরাঞ্চল। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img