শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

করোনার টেস্ট-চিকিৎসা ফ্রি করে দিল নেপাল

করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা জনগণের জন্য বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে নেপাল।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী ওলীর সহযোগী সুরিয়া থাপা এ তথ্য জানান।

সুরিয়া থাপা জানান, সরকারি সব হাসপাতাল করোনা রোগীদের বিনামূলে সব ধরনের স্বাস্থ্যসেবা দেবে। যারা ফাস্ট সার্ভিস এবং অর্থ পরিশোধ করে সেবা গ্রহণ করেত চায়, তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারে, বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন তিনি।

গেল সপ্তাহে নেপাল সরকারকে করোনা চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় দেশটির সুপ্রিম কোর্ট। আহ্বানে বলা হয়, যাদের সামর্থ আছে, তারা অর্থ ব্যয় করবে। যাদের নেই তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য বলা হয়।

সূত্র: আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img