শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মৃতের স্বজনদের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দিলেন দুই মন্ত্রী

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতদের বাড়ি বাড়ি গিয়ে শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনা জানিয়েছেন রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট নূরুল ইসলাম সুজন ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত তারা প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা হিসেবে চেক তুলে দিয়েছেন।

জেলা প্রশাসনের জরুরি তথ্য কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধার করা ৫১ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সে হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলার ৩০ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর একজন, পঞ্চগড় সদরের একজন ও ঠাকুরগাঁও সদর উপজেলার একজন রয়েছেন। এদের মধ্যে শিশু ১৩ জন, নারী ২৬ ও ১২ জন পুরুষ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে উদ্ধার হওয়া ৪ জনের মরদেহের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img