শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

মস্কো ফরম্যাটে যোগ দিতে রাশিয়া গেলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

আগামী ২৯ সেপ্টেম্বর রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মস্কো ফরম্যাটের নতুন বৈঠক। এ বৈঠকে যোগ দিতে সোমবার একটি প্রতিনিধি দলের সাথে রাশিয়া সফরে গিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি।

এ বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দেশটির উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, “আফগানিস্তানের অর্থনীতি ও নিরাপত্তার জন্য আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশগুলো যেসব বিষয় নিয়ে উদ্বিগ্ন রয়েছে তা নিয়ে এ বৈঠকে আলোচনা হবে। আফগানিস্তানকে পুনর্গঠনের জন্য যেসব অর্থনৈতিক বিষয় রয়েছে তা নিয়েও আলোচনা হবে। আফগানিস্তান নিরাপদ।”

এদিকে, চলতি মাসের শুরুতে গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভা বলেন, ‘মস্কো ফরম্যাটে’ অংশ নেওয়া এই অঞ্চলের দেশগুলি আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি, অভ্যন্তরীণ সমস্যা, নিরাপত্তা ও সমন্বয়সাধন এবং দেশটির সংঘাত-পরবর্তী পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করবে।

২০১৭ সালে রাশিয়ার উদ্যোগে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আফগানিস্তান, ভারত, চিন, রাশিয়া, ইরান ও পাকিস্তানের প্রতিনিধি নিয়ে গঠিত হয় মস্কো ফরম্যাট।

আগামী ২৯ সেপ্টেম্বর, ইসলামাবাদের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য পাকিস্তানের বিশেষ প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদূত আসিফ দুররানি মস্কো ফরম্যাটে অংশ নিবেন। ধারণা করা হচ্ছে তিনি তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) নিয়ে উদ্বেগ প্রকাশ করবেন।

অন্যদিকে, ‘কৌশলগত স্বার্থ রক্ষার’ উদ্দেশ্যে মস্কো ফরম্যাটে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে ভারত। এ বৈঠকে আফগান সমাজের সকল শ্রেণী ও জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে এমন একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে আহ্বান জানাবে দেশটি।

উল্লেখ্য; গত বছরের নভেম্বরে মস্কো ফরমেট অনুষ্ঠিত হলেও সেখানে সেখানে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের কোন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img