শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সন্ত্রাসবাদী মামলা থেকে ইমরান খানকে মুক্তি দিলো হাইকোর্ট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে দায়ের করা মামলা বাতিল করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহর নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ ইমরানকে ওই মামলা থেকে মুক্তি দেন।

গত ২০ আগস্ট তার বিরুদ্ধে ওই মামলা দায়ের করেছিলো শাহবাজ শরীফের সরকার।

এক নারী বিচারক ও এক পুলিশ কর্মকর্তাকে দেখে নেয়ার হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়।

ওই মামলায় কয়েক দফা আদালতে হাজিরা দিতে হয় তাকে। তবে তিনি প্রতিবারই জামিন পেয়েছেন।

ইমরান খানের আইনজীবী জানিয়েছেন, পিটিআই প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে সন্ত্রাসী কার্যকলাপের সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছে আদালত।

ইমরানের অভিযোগ, তার দল পিটিআই নেতাদের নানাভাবে হেনস্তা করছে সরকার। এ ছাড়া ক্ষমতাধর সেনাবাহিনীর সঙ্গে দলটির সম্পর্কে দেয়াল টানতেও সরকার কূটকৌশলে লিপ্ত।

পিটিআইয়ের এক নেতাকে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগও করেন ইমরান। এ জন্য এক সমাবেশে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও এক বিচারককে দেখে নেয়ার হুমকি দেন তিনি।

যদিও ইমরান খান পরে বারবার দাবি করেন, ‘দেখে নেবো’ বলার মধ্য দিয়ে কাউকে হুমকি দিতে চাননি তিনি।

সূত্র : আল-জাজিরা
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img