সোমবার, অক্টোবর ২, ২০২৩

আয়ারল্যান্ডের জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত

প্রথমবারের মতো আয়ারল্যান্ডের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজ। উইন্ডসর পার্কের স্টেডিয়ামে অনুষ্ঠিত এ নামাজে বেলফাস্ট শহরের মুসলিমরা অংশ নেন। নামাজের পর তারা পুরো স্টেডিয়াম পরিদর্শন করেন।

সূত্রে জানা যায়, স্থানীয় মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ও সংযোগ স্থাপন করতেই মূলত অভিনব এই আয়োজন করে স্টেডিয়াম কর্তৃপক্ষ।

আইরিশ ফুটবল স্টেডিয়ামের জনসংযোগ কর্মকর্তা অ্যান্ডি হারডি বলেন, স্টেডিয়ামে প্রথমবার জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মুসলিম কমিউনিটির ৫০ জন এই জুমার নামাজে অংশ নেন। মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করতে এই আয়োজন করা হয়। মূলত পরিকল্পনা করেই জমায়েতটি অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো করা হবে।

এই আয়োজনকে ইতিবাচকভাবে দেখছেন আইরিশ মুসলিম কমিউনিটি। এটিকে আন্ত সামাজিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যম হিসেবে মনে করছেন তারা।

বেলফাস্টের মুসলিম কমিউনিটির প্রতিনিধি আবিওলা সানুসি বলেন, দিনটি আমাদের জন্য বিশেষ দিন ছিল। আজীবন তা স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, বেলফাস্ট শহরে ৪-৫টি মসজিদ রয়েছে। আমাদের সম্প্রদায়ের মধ্যে দারুণ সম্পর্ক বিদ্যমান। তা ছাড়া ফুটবলের প্রতি ভালোবাসাও আমাদের এক করে রেখেছে।

সূত্র : আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img