জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। সেজন্য আন্তরিকতা দরকার। বন্ধুত্বের সম্পর্ক থাকলে উপদেশ দেয়া যায়। শত্রু হলে কেউ উপদেশ দেয় না। আমরা বন্ধু হিসেবে তাদের (আমেরিকা) অনেক উপদেশ গ্রহণও করেছি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে ড. এ কে আব্দুল মোমেন এ কথা জানান।
আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে আমেরিকা-বাংলাদেশ একযোগে কাজ করবে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, অনেক মিডিয়া বলে যে আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কের টানাপোড়েন রয়েছে। কিন্তু না, আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক খুব মধুর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্পর্ককে আরও শক্তিশালী ও বলিষ্ঠ করতে চান।
এর আগে স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদর দফতরের দ্বিপাক্ষিক বৈঠককক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়াস। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের ভূয়সী প্রশংসা করে গ্যাব্রিয়াস বলেন, কোভিড মহামারি মোকাবিলায়ও বাংলাদেশ দারুণ সাফল্য দেখিয়েছে।
বৈঠকে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ উপস্থিত ছিলেন।