সোমবার, অক্টোবর ২, ২০২৩

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান আধুনিক বিজ্ঞানের বিরুদ্ধে নয়: উচ্চশিক্ষা মন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান কখনোই আধুনিক বিজ্ঞানের বিরুদ্ধে নয় বলে জানিয়েছেন দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী নাদা মুহাম্মাদ নাদিম।

দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত ঘুর প্রদেশের স্থানীয় কর্মকর্তা, আলেম ওলামা ও প্রবীণদের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

এদিকে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সুপ্রিম কোর্টের চেয়ারম্যান শেখ আবদুল হাকিম হাক্কানির নেতৃত্বে পরিচালিত একটি কমিটি নতুন সংবিধান প্রণয়নের জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

অন্যদিকে, আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশনা বিভাগের ডেপুটি মাওলানা হায়াতুল্লাহ মুহাজর ফারাহী জানিয়েছেন, গত দুই বছরে দেশের নতুন ২৫টি গণমাধ্যমকে লাইসেন্স প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে সারা দেশ জুড়ে সরকারি ও বেসরকারিসহ মোট ৩৬৪টি গণমাধ্যম কাজ করছে।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান কোন গণমাধ্যমকে নিষিদ্ধ বা বন্ধ করেনি। তবে আর্থিক সংকটের মুখে পড়ে কিছু গণমাধ্যম বন্ধ হয়ে গেছে।

মাওলানা ফারাহী জানিয়েছেন, ইসলামী মূল্যবোধ জাতীয় স্বার্থ ও আফগান জনগণের ঐতিহ্য বিবেচনা করে গণমাধ্যমগুলোকে সম্প্রচারের অধিকার দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে দেশের অনেক তরুণ তরুণী ইউটিউবের মাধ্যমে আয় করছে। আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এ কার্যক্রম কে বৈধতা প্রদানের জন্য ইতিমধ্যে একটি পদ্ধতি বাস্তবায়ন করেছে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img