বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

‘অন্যান্য রোগের মতো মানসিক স্বাস্থ্যের চিকিৎসা করাতে হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, মানসিক স্বাস্থ্য ও অন্যান্য চিকিৎসাগত অসুস্থতা এবং দেশের ক্রমবর্ধমান আত্মহত্যার ঘটনা প্রতিরোধে এই রোগের চিকিৎসা অত্যন্ত সতর্কতার সঙ্গে করা উচিৎ।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর ব্যানবেইস ভবনে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনেস্কো ক্লাবস ইন বাংলাদেশ আয়োজিত ‘আত্মহত্যা প্রতিরোধে তরুণদের ভূমিকা’ শীর্ষক এক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আরেফিন বলেন, আত্মহত্যার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে, কিন্তু সাধারণত মানুষ যখন আর মানসিক চাপ সহ্য করতে পারে না তখন আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকে। মানসিক স্বাস্থ্যের জন্য জাতীয় ও প্রাতিষ্ঠানিক অগ্রাধিকার অপরিহার্য।

তিনি বলেন, আমাদের সমাজ প্রাতিষ্ঠানিকভাবে ভালো করার জন্য শিক্ষার্থীদের ওপর এত বেশি চাপ দেয় যে তারা আবার সমাজের মুখোমুখি হতেও নিজেদের জন্য গভীর লজ্জিত বোধ করে।

সূত্র: বাসস
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img