মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

কান্দাহারে ৪০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ করবে কাতার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কান্দাহারে ৪০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে কাতার।

সোমবার (২০ নভেম্বর) আফগান গণস্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আফগান গণস্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার শরফ জামান জানান, কান্দাহারে ৪০০ শয্যার সুবিধাসম্পন্ন বড় আকারের হাসপাতাল নির্মাণে কাতারের সাথে আমাদের কথাবার্তা চূড়ান্ত হয়েছে। অচিরেই নির্মাণকাজ শুরু হবে।

তিনি আরও জানান, হাসপাতালের বিশেষ বিশেষ ইউনিটগুলোতে আফগান ডাক্তারদের প্রশিক্ষণ ও শিক্ষার সুযোগ করে দিতেও কাতার প্রশাসনের সাথে আমাদের আলোচনা হয়েছে। হাসপাতালটির নির্মাণকাজ সম্পন্ন হলে একসাথে ৪০০ জনকে আধুনিক চিকিৎসা সেবা প্রদান করা যাবে। আফগান ডাক্তাররাও জটিল ও আধুনিক চিকিৎসার প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।

সূত্র: আল ইমারাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img