অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আক্রমণে গত ৭২ ঘন্টায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৬০টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এ তথ্য নিশ্চিত করেন।
আবু উবাইদা বলেন, এ সকল যানবাহনের মধ্যে সেনা সদস্যদের বহনকারী ১০টা সামরিক যান রয়েছে।
তিনি আরও জানান, শনিবার ইসরাইলের পদাতিক বাহিনীর একটি দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। যেখানে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে।
এছাড়াও গাজ্জার বেশ কয়েকটি জায়গায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অপারেশন চালানো হয়েছে বলে জানান তিনি। যেখানে নিহত ও হতাহতের ঘটনা ঘটেছে।
সূত্র: প্রেস টিভি