বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি হেফাজেতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিবের দায়িত্বে রয়েছেন।
নেজামে ইসলাম পার্টির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (১৪ নভেম্বর) পার্টির মজলিশে শূরার এক সভায় সর্বসম্মতভাবে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, প্রিন্সিপাল আব্দুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল খালেক নেজামী, যুগ্ম মহাসচিব মাওলানা মন্জুরুল কাদের চৌধুরী, ডাক্তার মাওলানা ইলিয়াস খান, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, হাফেজ আজিজুল হক, মাওলানা এনামুল হক কুতুবী, অর্থ সচিব মাওলানা আনওরুল কবীর, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, প্রচার সচিব আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা এরশাদ বিন জালাল, শাকিরুল হক খান প্রমুখ।