বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আমেরিকা ও তাদের মিত্রদের পহেলা মে’র মধ্যে আফগানিস্তান ত্যাগ করতে হবে: তালেবান

তালেবানদের দাবি যে, এক বছর আগে ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও তাদের সামরিক মিত্রদের পহেলা মে’র মধ্যে আফগানিস্তান ত্যাগ করতে হবে।

তারা জানান, সময়সীমা পরিবর্তনের প্রয়াস হবে চুক্তিটির ব্যর্থতার সামিল।

চুক্তিটি স্বাক্ষরের প্রথম বার্ষিকীতে সাংবাদিকদের কাছে বিবৃতিতে তারা দাবি করেন, যে, যুদ্ধ অবসানের লক্ষ্যে, তারা, তাদের প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেছেন।

বিবৃতিতে ওয়াশিংটনের প্রতি, এই ঐতিহাসিক চুক্তিতে বর্ণিত তাদের অংশটি পালন করার জন্য আবেদন জানানো হয়।

বাইডেন প্রশাসন শান্তি চুক্তিটি পর্যালোচনা করে দেখছে। মাঠ পর্যায়ে সামরিক কর্মকর্তাদের মূল্যায়নের ভিত্তিতে বাইডেন প্রশাসন, বাদ-বাকি ২৫০০ সেনা, পহেলা মে তারিখের মধ্যে প্রত্যাহার করবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে।

সূত্র: ভিওএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img