শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ঢাকা-১৭ আসনের তফসিল আগামী সপ্তাহে : ইসি আলমগীর

প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) শূন্য আসনে (ঢাকা-১৭) আগামী সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

মঙ্গলবার (৩০ মে) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের তফসিল ১ জুন ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বর্তমানে খুলনা সিটি করপোরেশন নির্বাচনী এলাকা সফরে আছেন। তিনি ফিরলেই তফসিল হবে। তবে অন্য কোনো অসুবিধা থাকলে ১ জুনের পরেও হতে পারে।

১ জুন বাজেট ঘোষণা হবে, সেদিন কি তফসিল দেবেন? এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, বাজেট ঘোষণা সঙ্গে তফসিল দিলে কি অসুবিধা আছে?

সম্প্রতি সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম-এর জারি করা আসনটি শূন্য ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ-সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ১৫ মে পূর্বাহ্ণে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img