শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

২০১৪ ও ১৮ সালে কোনও নির্বাচন হয়নি : সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, যেসব দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে তাদের জন্য আমেরিকা ভিসানীতি দিচ্ছে না। কারণ যেখানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সেখানে যদি ভিসানীতি ঘোষণা করে তাহলে বিষয়টি হাস্যকর হবে। কিন্তু আমেরিকা যেটা করছে সেটা বিশ্বের কাছেও হাস্যকর হচ্ছে না, বাংলাদেশের মানুষের কাছেও হাস্যকর হচ্ছে না। কারণ আমরা জানি ২০১৪ ও ২০১৮ সালে কোনও নির্বাচন হয়নি।

মঙ্গলবার (৩০ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মজলুম জননেতা মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং-মার্চ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কাজেই আমেরিকা যখন এটা বলছে মানুষ তখন স্বাগত জানাচ্ছে। কারণ এই সরকার এতটাই দানবীয় শক্তি অর্জন করেছে যে, যখন আমরা মাথা ঠুকে ঠুকে বলি এদেশে গুম হয়, খুন হয় তবে সরকার এতে পাত্তা দেয় না।

জোনায়েদ সাকি বলেন, ৪৭ বছর পরেও ফারাক্কা লংমার্চ যে রাজনৈতিক দিশা নিয়ে হয়েছিল তা প্রাসঙ্গিক। আগ্রাসী গণতান্ত্রিক ব্যবস্থা মানুষকে মুনাফার জন্য প্রকৃতিকে ধ্বংসের জন্য প্ররোচিত করে। কিন্তু মানুষ প্রকৃতির অপরাপর প্রাণ ছাড়া টিকে থাকতে পারে না। এই বাঁধগুলো শুধু বাংলাদেশের মানুষের জন্য সংকট না, ভারতের স্থানীয়দের জন্যও সংকটের।

দেশের প্রধান দলগুলো সার্বভৌমত্বের রাজনীতি করতে পারেনি জানিয়ে তিনি আরও বলেন, ক্ষমতাসীনরা তাদের গদি রক্ষার জন্য রাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ না করে বিভক্ত করছে। শুধু বলে ‘খেলা হবে, খেলা হবে’। স্টেডিয়াম উনাদের, খেলোয়াড় উনারের, গ্যালারি ভর্তি দর্শক উনাদের। তারা বিরোধী সবাইকে স্টেডিয়াম থেকেই বের করে দিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img