শনিবার, এপ্রিল ২০, ২০২৪

জুনের শুরুতে বাখমুত ছাড়বে রাশিয়ার ভাড়াটে বাহিনী

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান জানিয়েছেন, আগামী ১ জুনের মধ্যে ইউক্রেনের বাখমুত শহর রাশিয়ার সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে তারা চলে যাবেন।

সোমবার (২ে২ মে) এক বিবৃতিতে ওয়াগনার প্রধান জানিয়েছেন, আগামী মাসের শুরুতে বাখমুত থেকে ফিরে যাবে তার সেনা। আর শহরের সব ক্ষমতা রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করা হবে। ইউক্রেন অবশ্য দাবি করেছে, বাখমুত এখনও তাদের দখলে। সেখানে রাশিয়ার সেনা নেই।

টেলিগ্রামে একটি অডিওবার্তা দিয়েছেন ওয়াগনারের প্রধান প্রিগোজিন। সেখানে তিনি বলেছেন, আগামী ২৫ মে থেকে ১ জুনের মধ্যে বাখমুত রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত শনিবারেই ওয়াগনার জানিয়েছিল, পূর্ব ইউক্রেনের বাখমুত এখন তাদের দখলে। ইউক্রেন তখনই বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেয়, বাখমুত রাশিয়া কখনও দখল করতে পারেনি। রাশিয়ার সেনা সেখানে নেই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img