বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

অবশেষে ইসরাইলের কারাগারে শাহাদাত বরণ করলেন খাদের আদনান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কারাগারে বন্দী অবস্থায় টানা ৮৬ দিন ধরে অনশনে থাকা ফিলিস্তিনের ইসলামী আন্দোলনের নেতা খাদের আদনান শাহাদাত বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পশ্চিম তীরের বাসিন্দা ৪৫ বছর বয়স্ক খাদের আদনান ফিলিস্তিনের হরকাতুল জেহাদ ইসলামীর নেতা ছিলেন।

গত দুই দশকে ইসরায়েল তাকে বেশ কয়েকবার আটক করে, এবং এর আগে চার বার তিনি বন্দী অবস্থায় অনশন করেছেন।

সবশেষ অনশনটি তিনি শুরু করেছিলেন ৫ই ফেব্রুয়ারি, জেনিন শহরের নিকটবর্তী আরাবা থেকে ইসরায়েলি বাহিনী তাকে আটক করার পরপরই ।

তিনি কয়েক দফায় বিনা বিচারে মোট আট বছর ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন।

খাদের আদনানের স্ত্রী রানদা মুসা ফিলিস্তিনিদের প্রতি এ মৃত্যুর জন্য শোক না করে বরং তার শহীদ হওয়াকে উদযাপন করতে আহ্বান জানিয়েছেন।

খাদের আদনানের মৃত্যুর কয়েক ঘন্টা পরই গাজা থেকে ইসরায়েলের ভেতরে তিনটি রকেট ছোড়া হয়। এতে কেউ আহত হয়নি।

সূত্র : বিবিসি ও আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img