শনিবার, এপ্রিল ২০, ২০২৪

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সাংবাদিক গ্রেফতার

প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে বিজয় টিভির খুলনা প্রতিনিধি নাঈমুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
তার নামে বিশেষ ক্ষমতা আইনে খানজাহান আলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি নাঈমুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামিদের আটকে অভিযান চলছে।

তিনি বলেন, এ মামলার আসামিরা হলেন আটক নাঈমুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস ও শাহিনসহ অজ্ঞাত ৩/৪ জন।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার বেলা ১২টায় খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট পুরাতন টিটি কলেজ রোডস্থ চেয়ারম্যান প্রার্থী শেখ আনিসুর রহমানের অস্থায়ী কার্যালয়ের সামনে রাস্তার উপর প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শেখ আনিসুর রহমানের নৌকা মার্কার পোস্টার ছিল। যা দেখে বিজয় টিভি’র খুলনা প্রতিনিধি নাঈমুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস, শাহিনসহ অজ্ঞাত ৩/৪ জন প্রধানমন্ত্রীর ছবিকে উদ্দেশ্য করে কটূক্তি করেন।

এসময় তারা আওয়ামী লীগ সম্পর্কে গালিগালাজ করেন এবং ব্যর্থ রাষ্ট্র, সরকারের বিরুদ্ধে আন্দোলন সরকার পতন ঘটাবে বলে উচ্চস্বরে হুংকার দেন। এ সময় স্থানীয়রা প্রতিবাদ করলে আসামিরা তাদের ওপর চড়াও হয়ে আক্রমণ করেন।

এ ঘটনায় জাহাঙ্গীর কবির খান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img