বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কাতারের প্রধানমন্ত্রী হলেন শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল ছানী

কাতারের সাবেক পরররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল ছানীকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল ছানী এই নিয়োগ ঘোষণা করেন।

নতুন প্রধানমন্ত্রীকে মন্ত্রীসভা পুনর্গঠন করার দায়িত্বও দিয়েছেন কাতারের আমীর।

পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল ছানী দেশের সংকটজনক মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল ছানী ২০১৬ সালে কাতারের পররাষ্ট্রমন্ত্রী হন। তার পরের বছরই মিশর ও ফিলিস্তিনের ইসলামপন্থী দলগুলোকে অর্থায়নের অভিযোগ তুলে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।

প্রতিবেশী এসব দেশের নিষেধাজ্ঞার জেরে সীমাহীন ভোগান্তিতে পড়েছিল উপসাগরীয় অঞ্চলের ছোটো দেশ কাতার।

২০২১ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সৌদি আরব ও বাকি ৩ দেশ। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল ছানীর ব্যাপক ভূমিকা ছিল।

সূত্র : কাতার নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img