শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

তুরস্কে আন্তর্জাতিক শিক্ষা সেমিনারে শায়খ আহমাদুল্লাহ’র যোগদান

তুরস্কে আন্তর্জাতিক শিক্ষা সেমিনারে যোগ দিয়েছেন বিশিষ্ট্য আলেম শায়খ আহমাদুল্লাহ। ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচার আয়োজিত এই আন্তর্জাতিক শিক্ষা সেমিনারে শায়খ আহমাদুল্লাহ ছাড়াও অন্যান্যের মধ্যে কানাডা, জাপান, চীন, মালয়েশিয়া, বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিজ্ঞ ও বিদগ্ধ ইসলামিক স্কলারগণ উপস্থিত ছিলেন।

৯ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ৩ দিনব্যাপী অনুষ্ঠিত এই শিক্ষা সেমিনারে বদিউজ্জামান সাঈদ নুরসীর কালজয়ী রিসালা-ই নূর গ্রন্থের আরবী অনুবাদক শায়খ ইহসান কাসেম আস-সালেহীসহ অন্যান্য আন্তর্জাতিক পর্যায়ের বরেণ্য স্কলারগণ আলোচনা করেন।

ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচার তুরস্ক ভিত্তিক একটি সংগঠন। এই সংগঠন বদিউজ্জামান সাঈদ নুরসীর চিন্তা ও কর্মপদ্ধতিতে কুরআন ও সুন্নাহর আলোকে বৈশ্বিক সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করে। এসব সিম্পোজিয়ামে সারা বিশ্বের বরেণ্য শিক্ষাবিদ, শিক্ষার্থী ও পর্যবেক্ষকরা অংশগ্রহণ করেন। এ ছাড়া বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে এই প্রতিষ্ঠান গবেষণাকার্য পরিচালনা করে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করে এবং সেমিনারের আলোচনা গ্রন্থাকারে প্রকাশ করে।

ইস্তাম্বুল ফাউন্ডেশন আয়োজিত সেমিনারের শেষ দিন শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেন। সেই সাথে তাদের উদ্দেশে নসীহামূলক আলোচনা করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ইস্তাম্বুল ফাউন্ডেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়সহ তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাসহ তুরস্কে কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img