শনিবার, এপ্রিল ২০, ২০২৪

হেফাজতের সিনিয়র নায়েবে আমীর হলেন আল্লামা ইয়াহইয়া

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর করা হয়েছে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহিয়াকে। তিনি এর আগে হেফাজতের নায়েবে আমীর ছিলেন।

সোমবার (১৩ জুন) খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত বৈঠকে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়। বৈঠকে সভাপতিত্বে করেন আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এছাড়াও আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর অনুপস্থিতিতে আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া বৈঠকে সভাপতিত্ব করবেন বলেও সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর আল্লামা মুহাম্মাদ ইয়াহিয়া, নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, নায়েবে আমীর মাওলানা মোবারকউল্লাহ, নায়েবে আমীর মাওলানা আবদুল আওয়াল, মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, অর্থ সম্পাদক মুফতী মুহাম্মদ আলী, দাওয়া সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা শাব্বির আহমদ রশিদ, মাওলানা হারুন আজিজ নদভী, সহ প্রচার সম্পাদক মুফতী জামাল উদ্দীন মিডিয়া বিষয়ক সমন্বয়ক সাইয়েদ মাহফুজ খন্দকার প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img