বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিনিময়

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’ একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্টের শূন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার ইয়াছিন আলী ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার আলী খান এর মধ্যে এই মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি-বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার ইয়াছিন আলী জানান, ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার বিজিবির-বিএসএফ’র মধ্যে মিষ্টি উপহার দিয়ে উভয়ের মাঝে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে দুইদেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img