বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আফগানিস্তানের চীনা প্রকল্পগুলো লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে দায়েস

২০২১ সালের আগস্ট থেকে আফগান সরকারের সাথে চীন তার কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক বিনিয়োগ বাড়িয়েছে। তবে সম্প্রতি দায়েসের খোরাসানি শাখা ও আফগানিস্তানের অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী গুলো এই উল্লেখযোগ্য বিনিয়োগগুলিকে লক্ষ্য করে হামলার ছক তৈরি করেছে।

তদন্তে উঠে এসেছে এসব হামলার অন্যতম ছিল গত বছরের ডিসেম্বরে সংগঠিত একটি চাইনিজ হোটেলে হামলা। এ হামলার ফলে বেশ কয়েকজন চীনা নাগরিক আহত হয়েছিল। তাদের অবিলম্বে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। দায়েস এ হামলার দায় স্বীকার করেছিল।

বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, চীনা প্রকল্পগুলিতে আক্রমণকে তারা উইঘুর মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে চীনা সরকারের নিষ্ঠুর আচরণের এক ধরণের প্রতিশোধ হিসাবে বিবেচনা করছে।

এ ধরনের হামলার কথা উল্লেখ করে চীনা কর্মকর্তারা অবিলম্বে তালেবান সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এছাড়াও চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছিলেন তারা।

বিপরীতে, চীনা প্রকল্প, নাগরিক ও কোম্পানিগুলির নিরাপত্তার আশ্বাস দিয়েছিল আফগান সরকার।

উল্লেখ্য, জানুয়ারির প্রথম দিকে চায়না পেট্রোলিয়াম ইকোনমিক্স অ্যান্ড ইনফরমেশন রিসার্চ সেন্টার (সিপিইআইসি) নামক এ চাইনিজ কোম্পানিটি আফগান সরকারের সাথে আমু তেলক্ষেত্রের উত্তোলন চুক্তিতে স্বাক্ষর করে। এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ হবে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। এই চুক্তিটি আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে একটি উল্লেখযোগ্য বিনিয়োগ।

সূত্র: কেপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img