মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতি ইমরান খানের আহ্বান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমি আশা করব বর্তমান সেনাপ্রধান একটি স্বচ্ছ জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করবেন। কারণ, সেনাবাহিনী ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের হাতে এত ক্ষমতা নেই।

সোমবার (১৬ জানুয়ারি) লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের বর্তমান রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

এসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে অনুরোধ করেন ইমরান খান।

এদিকে ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে জারি করা গ্রেফতারি পরোয়ানা গতকাল স্থগিত করেছেন লাহোর হাইকোর্ট।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img