শনিবার, এপ্রিল ২০, ২০২৪

উগ্র ইহুদীরা আল আকসায় তালমুদিক অনুষ্ঠান পালন করেছে

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ২৯২ জন ইহুদি বসতি স্থাপনকারী দখলকৃত শহর জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে প্রবেশ করেছে। এ সময় তাদের সুরক্ষায় দখলদার ইসরায়েলি পুলিশ নিয়োজিত ছিল।

গত রবিবার (১৫ ই জানুয়ারি) এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ইসলামী ওয়াকফ।

ইসলামী ওয়াকফ জানিয়েছে, ইহুদি বসতি স্থাপনকারীরা আল-মাগরিবা গেটের মধ্য দিয়ে ইসলামের পবিত্র স্থানটিতে প্রবেশ করে। প্রবেশের পর তারা সেখানে তালমুদিক আচার অনুষ্ঠান পালন করে।

২০০৩ সাল থেকে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ শুক্রবার বাদে প্রায় প্রতিদিনই আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারীদের প্রবেশের অনুমতি দিয়ে আসছে।

ইসলামী ওয়াকফ একাধিকবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি বসতি স্থাপনকারীদের উপস্থিতিকে “উস্কানিমূলক” হিসাবে বর্ণনা করেছে। ইসলামী ওয়াকফ বলেছে, ফিলিস্তিনের মুসল্লি ও আল-আকসা মসজিদের রক্ষীরা দখলদার ইসরায়েলি পুলিশ ও বসতি স্থাপনকারীদের উপস্থিতিতে অস্বস্তি বোধ করে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img