বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আফগানিস্তানের বর্তমান সংকটের জন্য আক্রমণকারী দায়ী : আফগান পররাষ্ট্রমন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বলেছেন যেসব আক্রমণ কারীরা বিগত ২০ বছর ধরে আফগানিস্তানের নিরীহ মানুষ হত্যা করেছে তারাই আফগানিস্তানের বর্তমান সংকটের জন্য দায়ী।

গত সপ্তাহের বুধবারে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সংগঠিত বিস্ফোরণে নিহত তালেবান কর্মচারীদের জন্য দু’আ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাওলানা আমীর খান মুত্তাকী বলেন, “দখলদার ও অত্যাচারীদের দ্বারা বর্তমান সমস্যার সৃষ্টি হয়েছে যারা এই ২০ বছরে আফগানিস্তানের মানুষ হত্যা করেছে। তখন তারা বারুদ, বোমা ও বিমান হামলার মাধ্যমে হত্যা করেছে।”

পররাষ্ট্রমন্ত্রী এই অনুষ্ঠানে ইমারাতে ইসলামীর প্রশংসা করে বলেন এটি সর্বোত্তম জীবন ব্যবস্থা।

মাওলানা মুত্তাকি আরো বলেন, “যারা বর্তমানে আফগানিস্তানে যুদ্ধ ও রক্তপাত করছে তাদের কোনো অজুহাত নেই। কারণ এখানে ব্যভিচার নেয়, মদ নেই, নাস্তিকতা নেই তাহলে এ রক্তপাত কিসের জন্য?”

এছাড়াও তিনি এসব হামলা ঠেকাতে জনগণকে ইসলামী ইমারাতকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: এভিএ
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img