শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বিজেপির ডাবল স্ট্যান্ডার্ড; এক দিকে গোরক্ষার নামে মুসলিম হত্যা, অন্যদিকে গরু খাওয়ার পক্ষে বক্তব্য

২৫ বছর বয়সী নাসির ও ৩৫ বছর বয়সী জুনাইদ ওরফে জুনা। সম্পর্কের দিক থেকে তারা দুই ভাই। ভারতের রাজস্থানের ভারতপুরের ঘাটমিকা গ্রামের বাসিন্দা তারা। গত বুধবার একটি গাড়িতে চেপে বাড়ি থেকে কাজে যাওয়ার জন্য বের হয়েছিলেন ।

সন্ধ্যায় তাদের বাড়ি ফেরার কথা থাকলেও রাত ১০টা পার হয়ে যায়। এরপর জুনায়েদের ভাই ইসমাইল ফিরোজপুর ঝিরকা থানায় রাত ১০.৩০ নাগাদ একটি অভিযোগ দায়ের করেন।

এর পরের দিন বৃহস্পতিবার সকালে হারিয়ানার লোহারুর এক বাসিন্দা পুলিশে খবর দিয়ে জানান, সেখানে একটি পুড়ে যাওয়া গাড়িতে দুটি দগ্ধ কঙ্কাল রয়েছে। পুলিশের কর্মকর্তারা ও ফরেনসিক বিভাগ তৎক্ষণাৎ ছুটে যায় ঘটনাস্থলে।

হারিয়ানার লোহারুর ডিএসপি জগৎ শিং ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, লোহারুতে পুড়ে যাওয়া একটি গাড়িতে দগ্ধ দুটি কঙ্কাল মিলেছে। গাড়িতে আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে, নয়তো দুজনকে পুড়িয়ে মারা হয়েছে। কঙ্কাল দুটি থেকে নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষার জন্য পাঠান তিনি।

তদন্তে নামে রাজস্থান পুলিশ। বেশ কয়েকজনের নামে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজন হল হারিয়ানা পুলিশের খোঁচড় বা ইনফর্মার। জানা গিয়েছে তাঁরা নাকি পুলিশের সঙ্গে বিভিন্ন অভিযানেও যেত। এছাড়াও তাদের আরেকটি পরিচয় তারা উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষক দলের সদস্য। এই তালিকায় আরেকজনের নাম রয়েছে, সে হল মনু মানেসর। উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সদস্য ও হারিয়ানা সরকারের গোরক্ষক টাস্ক ফোর্সের সদস্য।ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয় রিংকু সাইনি নামে এক ব্যক্তিকে।

গোপালগড় স্টেশন হাউস অফিসার (এসএইচও) রাম নরেশ মীনাকে এ মামলার তদন্তের ভার দেওয়া হয়।

তিনি গুপ্তচর ও গোরক্ষক দলের রিঙ্কুকে জিজ্ঞাসাবাদ করেন। তাতেই উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। জিজ্ঞাসাবাদে রিঙ্কু স্বীকারোক্তি দিয়ে জানিয়েছে, গোমাংস পাচারের কাজে যুক্ত পাঁচজন রাজস্থান থেকে একটি পিক-আপ ভ্যানে আসছে এমন খবর পেয়ে সে তা পুলিশকে জানিয়েছিল। রিঙ্কুর সঙ্কেত পেয়ে পুলিশ পিক-ভ্যানটিকে আটকায়। এরপর গরু পাচারকারী সন্দেহে জুনায়েদ ও নাসিরকে প্রথমে নির্মমভাবে মারধর করা হয়। এরপর অভিযুক্তরা দুজনকে গরু পাচারের মামলায় গ্রেপ্তার করতে হারিয়ানা পুলিশের কাছে নিয়ে যায়। নির্মম নির্যাতনের পর দুজনের শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে হারিয়ানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে অস্বীকার করে।

এরপর অভিযুক্তরা প্রমাণ নষ্ট করতে নাসির ও জুনায়েদকে এসইউভিতে করে প্রায় ২০০ কিলোমিটার দূরে হারিয়ানার ভিওয়ানি জেলার একটি গ্রামে নিয়ে যায়। নির্মমভাবে পেটানোর কারণে ইতিমধ্যেই তাদের একজনের মৃত্যু হয়েছে। অতঃপর সেখানেই তাদের গাড়ির ভেতরে রেখে পুড়িয়ে দেওয়া হয়।

এসএইচও রাম নরেশ মীনা বলেন, “রিংকুর দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা মামলাটি তদন্ত করেছি।”

তিনি আরো বলেন, এ মামলার প্রধান আসামি করা হয়েছে মনু রানা, অনিল মুর্থাল ও বিকাশ আর্য। এই ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের মধ্যে রিংকু সাইনিও রয়েছে।

রাজস্থানের এই দুই বাসিন্দাকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় গোটা ভারত আজ স্তম্ভিত। উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষকদের তাণ্ডবে এমন নারকীয় ঘটনা যে কারো গায়ে কাঁটা ধরিয়ে দেয়।

মেঘালয়ের বিজেপি সভাপতি আর্নেস্ট মাউরি

অন্যদিকে ৯০ শতাংশ খ্রিস্টান অধ্যুষিত রাজ্য মেঘালয়ের বিজেপি সভাপতি আর্নেস্ট মাউরি বলেছেন, আমি গরুর মাংস খাই। এতে দলের কোনো সমস্যা নেই। একদিকে গরূর মাংস খাওয়া নিয়ে জলজ্যান্ত মানুষ পুড়িয়ে হত্যা করেছে বিজেপি, অন্যদিকে নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করার চেষ্টায় নিজেকে গো-মাংষ খাদক হিসেবে প্রচার করছে তারা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img