শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ফুটবল খেলা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ; আহত ৭

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মওলানা ভাসানী হল ও আ ফ ম কামালউদ্দীন হলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুই হলের ৭ জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে মুখে গুরুতর আঘাত পাওয়া দুই শিক্ষার্থীকে ঢাকার বেসরকারি একটি ডেন্টাল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডা. রিজওয়ানুর রহমান।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে চ্যান্সেলর কাপ ফুটবল খেলার জেরে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা ও সংশ্লিষ্ট হল দুটির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ-উল-হাসান আসলেও কোনো সমাধান হয়নি। পরে সন্ধ্যার দিকে উভয় হলের শিক্ষার্থীরা রামদা, ছুরি, রড, লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়ান।

ডা. রিজওয়ানুর রহমান বলেন, শিক্ষার্থীদের অধিকাংশই ইটের আঘাতে মাথা, হাত, মুখ ও পায়ে জখম হয়েছে। আমরা মুখে আঘাত পাওয়া দুই শিক্ষার্থীকে হাসপাতালে পাঠিয়েছি। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে চ্যান্সেলর কাপ ফুটবল টুর্নামেন্টে মওলানা ভাসানী হল ও আ ফ ম কামালউদ্দিন হলের খেলা ছিল। খেলায় কামালউদ্দিন হল একটি গোল করলে ভাসানী হলের খেলোয়াড়দের চাপে গোল বাতিল করে ফাউল ধরেন রেফারি। পরে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে কামালউদ্দিন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিমুল ও সহ সভাপতি ফরহাদ হোসেনকে মারধর করেন ভাসানী হলের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমরা এসে কথা বললেও তারা শান্ত হয়নি। পরে সংঘর্ষে জড়ায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img