শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

৬ ডিসেম্বর ভারতীয় গণতন্ত্রের জন্য চিরকাল একটি ‘কালো দিন’ হয়ে থাকবে : ওয়াইসি

ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে বলেছেন, ‘৬ ডিসেম্বর ভারতীয় গণতন্ত্রের জন্য চিরকাল একটি কালো দিন হয়ে থাকবে।’

আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াইসি এক বার্তায় ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাবরি মসজিদের অপবিত্রতা ও ধ্বংস অন্যায়ের প্রতীক। যারা এর ধ্বংসের জন্য দায়ী তাদের কখনোই দোষী সাব্যস্ত করা হয়নি। আমরা এটি ভুলব না এবং নিশ্চিত করব যে আগামী প্রজন্মও এটি মনে রাখবে।’

আজ বাবরি মসজিদ ধ্বংসের ৩০ বছর পূর্তিতে অযোধ্যা ও মথুরায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সর্বত্র পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং ড্রোনের সাহায্যে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। স্পর্শকাতর এলাকায় মোতায়েন রয়েছে ভারী পুলিশ বাহিনী। বাবরি ধ্বংসের বার্ষিকীতে এই ব্যবস্থা শুধু অযোধ্যা বা মথুরায় নয়, গোটা উত্তরপ্রদেশে কার্যকর করা হয়েছে।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তর প্রদেশের অযোধ্যার কয়েকশো বছরের পুরোনো ঐতিহাসিক বাবরি মসজিদকে প্রকাশ্য দিবালোকে একদল উন্মত্ত উগ্র হিন্দুত্ববাদী জনতা হাতুড়ি, শাবল, গাইতি ও অন্যান্য উপকরণের সাহায্যে গুঁড়িয়ে দিয়েছিল। তাদের বিশ্বাস- যেখানে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল সেটা ভগবান রামের জন্মভূমি।

এদিকে, বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে আজ হিন্দু মহাসভার আগ্রার ইনচার্জ সৌরভ শর্মাকে পুলিশ গ্রেফতার করেছে। লাড্ডু গোপালের জলাভিষেক ও হনুমান চালিসা পাঠ করতে মথুরার শাহী ঈদগাহ মসজিদের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। অতিরিক্ত পুলিশ সুপার, সিটি মার্তন্ড প্রকাশ সিং বলেছেন, তিনি ছাড়াও সোমবার হিন্দুত্ববাদী সংগঠনের আরও সাত/আটজন নেতাকেও বিভিন্ন থানা এলাকায় অবস্থিত তাদের বাসভবনে গৃহবন্দী করা হয়েছে।

তিনি বলেন, ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ অযোধ্যায় বিতর্কিত কাঠামো ভেঙে ফেলার দিন ৬ ডিসেম্বর শাহী ঈদগাহ মসজিদে লাড্ডু গোপালের জলাভিষেক এবং হনুমান চালিসা পাঠ করার ঘোষণা করেছিল। মহাসভার দাবি, শাহী ঈদগাহ মসজিদ একই জায়গায় তৈরি করা হয়েছে যেখানে একসময় কৃষ্ণ মন্দিরের গর্ভগৃহ ছিল এবং গর্ভগৃহ ভেঙে মসজিদটি তৈরি করা হয়েছে বলেও তার দাবি। অতিরিক্ত পুলিশ সুপার, সিটি মার্তন্ড প্রকাশ সিং বলেন, হিন্দু মহাসভার ঘোষণার পরিপ্রেক্ষিতে, সর্বত্র নজরদারি বাড়ানো হয়েছে এবং মিশ্র জনবসতি এলাকায় গোয়েন্দা ব্যবস্থাও সক্রিয় রয়েছে।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img