শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার, তেজস্বী হবেন উপ-মুখ্যমন্ত্রী

আগামীকাল বুধবার ভারতের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন জনতা দল ইউনাইটেড-জেডিইউ’র প্রধান নীতীশ কুমার। এছাড়াও উপ-মুখ্যমন্ত্রী শপথ নেবেন রাষ্ট্রীয় জনতা দল-আরজেডির নেতা তেজস্বী যাদব।

নীতীশ কুমার আজ (৯ আগস্ট) মঙ্গলবার রাজ্যপালের কাছে ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। একই সাথে তিনি আরজেডির নেতৃত্বাধীন মহাজোটের মুখ্যমন্ত্রী হিসেবে সরকার গঠনের জন্য আবেদন জানান।

২০২০ সালের বিধানসভা নির্বাচনে আরজেডির নেতৃত্বাধীন জোট সবমিলিয়ে ১১০টি আসনে জিতেছিল।

আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছিল ১২৫টি আসন।

নীতীশ কুমারের জেডিইউ এককভাবে পেয়েছিলো ৪৫ টি আসন। নীতীশকে মুখ্যমন্ত্রী করে সরকার গঠন করেছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।

এখন নীতীশের জেডিইউ লালুপ্রসাদ যাদবের দল আরজেডির নেতৃত্বাধীন জোটের সাথে যুক্ত হয়ে নতুন সরকার গঠন করতে যাচ্ছে।

সূত্র : এনডিটিভি
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img