শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বাছাই পর্বে প্রথম হয়েছে হাফেজা বুশরা বিনতে মাহমুদ

মাহবুবুল মান্নান


আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় (দুবাই) বাছাইপর্বে ঢাকার বাহিরে প্রথমবারের মতো চট্টগ্রামের মেয়ে হাফেজা বুশরা বিনতে মাহমুদ প্রথমস্থান অধিকার করে নির্বাচিত হয়েছে।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০২২ পর্যন্ত (১৪ দিন ব্যাপী) সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় লাল-সবুজের পতাকা নিয়ে বাংলাদশের একমাত্র প্রতিনিধিত্ব করার জন্য ধর্মমন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় সমগ্র বাংলাদেশ থেকে অর্ধশতাধিক জাতীয় ও আন্তর্জাতিকমানের হাফেজার মধ্যে বাছাইপর্বে প্রথমস্থান অর্জন করেছে চট্টগ্রামের বাকলিয়ায় স্বনামধন্য আন্তর্জাতিক মানের মহিলা হিফজ বিভাগ মারকাজুল হাফেজাত ওয়াসসুন্নাহ চট্টগ্রাম (কল্পলোক আবাসিক) এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহমুদুল হকের ছোট মেয়ে হাফেজা বুশরা বিনতে মাহমুদ নির্বাচিত হয়।

মাওলানা মাহমুদুল হক ইনসাফকে বলেন, আমি বাবা হিসেবে দেশবাসীর কাছে দোয়া চাই আমার ছোট মেয়ে হাফেজা বুশরা বিনতে মাহমুদ যেন উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো সাফল্য নিয়ে লাল-সবুজের পতাকার সম্মান এবং বাংলাদেশের সুনাম অর্জন করতে পারেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img