বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

এবার টিপু সুলতানের তৈরি ঐতিহাসিক মসজিদকে মন্দির করার দাবি হিন্দুত্ববাদীদের

উগ্র হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রের মুখে ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশে জ্ঞানবাপী মসজিদ সিল করার পর এবার আরেকটি ঐতিহাসিক মসজিদ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে।

বিজেপিশাসিত কর্ণাটকের একটি প্রাচীন মসজিদে পুজো করতে দেওয়ার দাবি জানিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা।

জামে মসজিদ নামে পরিচিত ওই মসজিদটির বয়স কমপক্ষে ২৩৬ বছর বলে জানা যায়। বিখ্যাত মুসলিম বীর ও মহীশূরের বাদশাহ টিপু সুলতানের আমলে মসজিদটি নির্মিত হয়েছিলো।

হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’ সূত্রে প্রকাশ, ‘নরেন্দ্র মোদি বিচার মঞ্চ’ নামে গোষ্ঠীর টার্গেট এবার কর্ণাটকের মান্ড্যায় নির্মিত জামে মসজিদ।

তাদের দাবি, একটি হনুমান মন্দির ভেঙে এই মসজিদ তৈরি করেছিলেন টিপু সুলতান। তাদের দাবি, এটি এখন আবার হিন্দুদের হাতে ফিরিয়ে দিতে হবে।

নরেন্দ্র মোদি বিচার মঞ্চের সদস্যরা মান্ড্যার কালেক্টরের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে দাবি করেছে, মসজিদটি একটি হনুমান মন্দিরের উপর নির্মিত এবং এটিকে হিন্দুদের কাছে হস্তান্তর করা উচিত।

আজ (মঙ্গলবার) হিন্দি গণমাধ্যমে ‘নবভারত টাইমস’সূত্রে প্রকাশ, এটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই) দ্বারা রক্ষণাবেক্ষণ করা একটি ঐতিহ্যবাহী স্থান। বর্তমানে এখানে একটি মাদ্রাসাও পরিচালিত হচ্ছে। কর্ণাটকের সাবেক মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার দাবি, মুঘল শাসনামলে এখানে নির্মিত ৩৬০০০ মন্দির ভেঙে ফেলা হয়েছিল। কোনো ঝামেলা না করে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের মাধ্যমে আমরা সব মন্দির ফিরে পাব বলেও মন্তব্য করেন বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img