শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

পাকিস্তান-চীন ঐক্য নিয়ে ভারতীয় সেনাপ্রধানের উদ্বেগ প্রকাশ

বিতর্কিত লাদাখে চীনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে।

ভারতের সেনাপ্রধানের দাবি, ভারতের বিরুদ্ধে যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে চীন এবং পাকিস্তান। দুই প্রতিবেশী দেশের এই যোগসাজশ মোটেই উপেক্ষা করার মতো নয়।

মঙ্গলবার আর্মি ডে উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ভারতের সেনাপ্রধান বলেন, ‘পাকিস্তান এবং চীন দেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় বিপদ। আর এই দুই দেশের যোগসাজশ উপেক্ষা করার মতো নয়।’

লাদাখের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘ভারত বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা নিজেদের দখলে রাখতে পেরেছে। সেনা জওয়ানরা অনেক উচ্চতর এলাকায় টহল দিচ্ছে। এবং জাতীয় সুরক্ষার স্বার্থে কোনওভাবেই ওই এলাকাগুলি থেকে ভারতীয় সেনা সরবে না।’

চীন ভারতের গুরুত্বপূর্ণ কোনও এলাকা দখল করে রেখেছে কিনা সে প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও সেনাপ্রধান জানিয়েছেন, তার আশা আলোচনার মাধ্যমে লাদাখ সমস্যার সমাধান সম্ভব। আর সেটা না হলে, সেনা সমস্তরকম ব্যবস্থা নিতে প্রস্তুত।

জেনারেল নারাভানে এদিন বলেন, ‘পাকিস্তান এবং চীন যৌথভাবে ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। এদের যোগসাজশ থেকে বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।’

ভারতকে দ্বিমুখী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে বলেও মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img