মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

ইউক্রেন যুদ্ধে ৬ হাজার রুশ সেনা নিহত : রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছে, গত (২৪ ফেব্রুয়ারি) থেকে রাশিয়া-ইউক্রেন আগ্রাসন শুরু হয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এখন পর্যন্ত ছয় হাজার সেনা নিহত হয়েছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে শোইগু এসব কথা বলেন।

তিনি বলেন, ইউক্রেনে সামরিক অভিযানে সহায়তায় রাশিয়া রিজার্ভে থাকা আরও তিন লাখ সেনাকে মোতায়েন করবে।

তিনি আরও বলেন, সংঘাত শুরুর সময় থেকে এখন পর্যন্ত রাশিয়ার পাঁচ হাজার ৯৩৭ সেনা নিহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, রিজার্ভ বাহিনীর আংশিক সমাবেশে তিন লাখ সেনাকে ডাকা হবে এবং যাদের পূর্ববর্তী অভিজ্ঞতা আছে তাদের মোতায়েন করা হবে।

সূত্র: রয়টার্স
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img