বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় তাকরীমকে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ-এর অভিনন্দন

সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে ৩য় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম (১৩)।

বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মুহাম্মদ আব্দুল আউয়াল মজুমদার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় বিশ্বজয়ী এই হাফেজকে অভিনন্দন জানিয়ে দলটির ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম মুসলিম বিশ্বের ১১১টি দেশে বাংলাদেশকে কোরআনের মাধ্যমে তুলে ধরে অনন্য অবদান রেখেছে। দেশের স্বার্থেই বিশ্বজয়ী কোরআনের হাফেজদের স্বীকৃতি দেয়া প্রয়োজন

নেতৃদ্বয় আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের হাফেজ সাহেবানরা অত্যন্ত যোগ্যতার সাথে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করছেন, যা আমাদের জন্য চরম চাওয়া ও পাওয়া। বিভিন্ন অবদানর জন্য যদি সরকারের বিভিন্ন বাজেট থাকে তাহলে কোরআনের পাখিদের জন্যও বাজেট থাকা প্রয়োজ এবং কোরআনের স্বার্থেই তাদের সম্মানিত করা প্রয়োজন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img