শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মাসউদ আজহারকে আশ্রয় দেয়ার দাবি প্রত্যাখ্যান করেছে আফগানিস্তান

জইশ-ই-মুহাম্মাদের প্রধান মাসউদ আজহারকে আশ্রয় দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

গতকাল বুধবার পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোতে এ খবর প্রচারিত হয় যে, মাসউদ আজহার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার অথবা নানগারহার প্রদেশে আশ্রয় নিয়েছেন।

খবরে আরো বলা হয়, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কাবুলকে চিঠি পাঠিয়ে মাসউদ আজহারের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এ ব্যাপারে আফগান উপ তথ্যমন্ত্রী জবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানের কাছ থেকে ইমারাতে ইসলামিয়া এরকম কোনো চিঠি পায়নি এবং মাসউদ আজহারও আফগানিস্তানে নেই।

এছাড়া, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে বলেছে, “আমরা আরেকবার জোর দিয়ে উল্লেখ করতে চাই যে, অন্য কোনো দেশের কোনো সশস্ত্র গোষ্ঠীকে ইসলামি আমিরাতে তৎপরতা চালানোর অনুমতি দেয়া হবে না।

বিবৃতিতে আরো বলা হয়, গণমাধ্যমে এ ধরনের প্রচারণার ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img