শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ইসরাইলি হামলায় ফিলিস্তিনে শহীদের সংখ্যা বেড়ে ৮৩

পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজায় ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে।

ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৭ শিশুসহ ৮৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪৮০ জন। খবর পার্সটুডে’র।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে। গাজার আবাসিক বহুতল ভবনগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। এ পর্যন্ত কয়েকটি ভবনকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

এদিকে, গাজার প্রতিরোধ সংগঠনগুলোর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইল বিপর্যস্ত হয়ে পড়েছে। গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এ পর্যন্ত ছয় ইসরাইলি প্রাণ হারিয়েছে বলে ইহুদিবাদী সূত্রগুলো স্বীকার করেছে। এছাড়া অনেকে হতাহত হয়েছে। ইসরাইলে হতাহতের চেয়ে আর্থিক ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি।

তেল আবিব ও এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরাইলের সর্বত্রই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লোকজন ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে সময় কাটাচ্ছে।

ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, দখলদারদের বিভিন্ন শহরে কেবল আগুন জ্বলছে। বহু ঘরবাড়ী ও গাড়ি ধ্বংস হয়ে গেছে।

ইসরাইলি দৈনিক হারেতজ জানিয়েছে, ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র-বৃষ্টিতে ইহুদিবাদী নেতারা হতভম্ব হয়ে পড়েছেন।

ওদিকে, ইসরাইলের অভ্যন্তরের বিভিন্ন শহরে ইহুদিবাদীদের সঙ্গে সেখানে বসবাসকারী ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এর ফলে ইসরাইলি নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইসরাইলের অভ্যন্তরে সংঘর্ষে এ পর্যন্ত বেশ কয়েক জন হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অভ্যন্তরীণ শহরে সংঘাত ছড়িয়ে পড়াকে ইসরাইলের জন্য বড় বিপদ হিসেবে দেখা হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img