শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করতে ইসরাইলকে চীন-রাশিয়ার আহ্বান

অবিলম্বে ফিলিস্তিনে সব ধরনের দমনমূলক কার্যক্রম থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে রাশিয়া।

অপরদিকে জানমালের ক্ষয়ক্ষতি থেকে বিরত থাকতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে চীন।

বুধবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইহুদীদের সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরাইলি হামলায় সেখানে শহীদের সংখ্যা বেড়ে ৫৩ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৪টি শিশু ও তিনজন নারী রয়েছেন। গত কয়েকদিনে ইসরাইলি হামলায় আহত হয়েছেন আরও তিন শতাধিক নিরীহ ফিলিস্তিনি।

গাজা উপত্যকায় এই আক্রমণ বন্ধের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বুধবার বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যাকা ও জেরুজালেমে ইসরাইলি হামলার বিষয়ে টেলিফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ফিলিস্তিনিদের রক্ষায় ওই অঞ্চলে আন্তর্জাতিক শান্তিরক্ষী পাঠানোর আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

পুতিনের সঙ্গে ফোনালাপে জেরুজালেম, গাজা ও আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে থামাতে এবং শিক্ষা দিতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img