শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

মাজলুম আলেমদের মুক্তি দিলে দেশে শান্তি ফিরে আসবে : আমীরে হেফাজত

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, বড় বড় আলেমগণ আজ জেলে বন্দী আছে৷ মিথ্যা মামলায় তারা বিভিন্ন জুলুমের শিকার হচ্ছে। কারাবন্দী আলেমদের মুক্তির ব্যবস্থা করুন৷ মাজলুম আলেমদের মুক্তি দিলে দেশে শান্তি ফিরে আসবে। যদি জুলুম থেকে বাঁচা না যায় তাহলে ক্ষমতা উল্টে যাবে। আল্লাহ তায়ালা জালেমকে ছেড়ে দেন না। দুনিয়া-আখিরাতে শাস্তির সম্মুখীন হতে হবে। আলেমদের মুক্তির জন্য আমাদের সবার দু’আ করা উচিত।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন “আল আমিন সংস্থা”-এর ব্যবস্থাপনায় ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল দ্বিতীয় দিনের মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

আমীরে হেফাজত আরও বলেন, আমাদের সবাইকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করতে হবে। কারণ রাসূল সা. বলেছেন, আমাদের মধ্যে ৭৩ টি দল তৈরি হবে৷ এতগুলো দলের মধ্যে শুধু একটি দল মুক্তি পাবে, জান্নাতে যাবে। আর সেটা হলো সীরাতে মুস্তাকীম তথা সঠিক পথ। আর সঠিক পথ চিনতে এসব মাহফিল অন্যতম ভূমিকা রাখে। তাই আকাবিরে দেওবন্দ ও আকাবিরে হাটহাজারীর অনুসরণ করতে হবে। আমাদের সবসময় দোয়া করতে হবে, যেন আমরা সীরাতে মুস্তাকীমের উপর থাকতে পারি।

আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাফেজ রিজওয়ান আরমানের ধারাবাহিক সঞ্চালনায় হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস মাওলানা শেখ আহমাদ, মুফতী জসীমউদ্দিন, মাওলানা হাবিবুল হক বাবু, মাওলানা ওসমান সাঈদীর ধারাবাহিক সভাপতিত্বে দ্বিতীয় দিবসের কার্যক্রম পরিচালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের খতীব মুফতী রুহুল আমীন বলেন, আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাত অনুযায়ী চলতে হবে। সেকেলে বলে বলে ছাড়তে থাকলে আর অমুসলিমদের সংস্কৃতি গ্রহণ করতে থাকলে তাহলে তো আমরা পথচ্যুত হয়ে যাবো। এজন্য শত কষ্ট হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাতের পাবন্দ করতে হবে। অনুসরণ করতে হবে। সু্নাতকে ভালোবাসতে হবে। সকলে প্রতিজ্ঞা করি, খেলাফে সুন্নাত কোন রকমের কাজ করবো না ইনশাআল্লাহ!

তাফসীর মাহফিলে আরও আলোচনা করেন, মাওলানা লোকমান হাকিম, ড. মাওলানা নুরুল আবছার আজহারী, মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মুরতজা হাসান ফয়েজী, মুফতি কেফায়তুল্লাহ আজহারী, মাওলানা উবাইদুর রহমান হুজাইফি প্রমুখ।

বিশেষ আকর্ষণ হিসেবে পবিত্র কুরআন কারীম থেকে তেলাওয়াত করেন, বিশ্বজয়ী ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img