বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

পাকিস্তানের ইতিহাসে প্রথম হাফেজে কুরআন সেনাপ্রধান পেয়ে আনন্দিত মুফতী তাক্বী উসমানী

পাকিস্তানের ইতিহাসে এই প্রথম একজন কুরআনের হাফেজকে সেনাপ্রধান নিয়োগ হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করেন বিশ্ববিখ্যাত আলেম মুফতী তাক্বী উসমানী।

আজ (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় মুফতী তাক্বী উসমানী বলেন, ”আলহামদুলিল্লাহ দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন হাফেজে কুরআনকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। জেনারেল আসিম মুনীর মদিনায় পবিত্র কুরআন হিফজ্‌ করেছেন।”

মুফতী তাক্বী উসমানী আরো বলেন, ”আশাকরি দায়িত্ব পালনের সময় তিনি কুরআনের নির্দেশাবলী অনুসরণ করবেন। তাঁর নিয়োগ উষ্ণ স্বাগত জানানোর দাবি রাখে।”

আজ (২৪ নভেম্বর) জেনারেল আসিম মুনিরকে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

প্রেসিডেন্ট আরিফ আলভি নিয়োগনামায় স্বাক্ষর করলে আগামী ২৯ নভেম্বর থেকে সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জেনারেল আসিম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img