বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন জেনারেল আসিম মুনির

লেফটেন্যান্ট জেনারেল সাইয়েদ আসিম মুনিরকে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির নতুন সেনাপ্রধান হবেন। খবর এআরওয়াই নিউজের।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে সেনাপ্রধানকে নিয়োগ দেন প্রেসিডেন্ট। এই ক্ষেত্রে সাধারণত প্রধানমন্ত্রী যাকে নির্বাচন করেন, তাকেই সেনাপ্রধান নিয়োগ দেওয়ার রেওয়াজ রয়েছে। তবে এবার প্রেসিডেন্ট আরিফ আলভি ও শাহবাজ শরীফ ভিন্ন ভিন্ন দলের হওয়ার সেনাপ্রধান নিয়োগকে কেন্দ্র করে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত কাল (২৩ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান জানিয়ে ছিলেন, সেনাপ্রধান নিয়োগের বিষয়টি নিয়ে তিনি ও প্রেসিডেন্ট আরিফ আলভি আলোচনা করেছেন। তিনি জানান প্রেসিডেন্ট ও তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, সংবিধান ও আইনের মধ্যে থেকে এই বিষয়ে ‘খেলবেন’ তারা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img