বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

দুবাইয়ে ২৮ কোটি টাকার লটারি জিতলেন দুই বাংলাদেশিসহ ১০ জন

দুই বাংলাদেশি এবং আট ভারতীয় প্রবাসী সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী দুবাইয়ের জনপ্রিয় লটারি বিগ টিকেট র‍্যাফেল ড্র’র প্রথম পুরস্কার জিতেছেন।

বুধবার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

১০ জন প্রবাসী মিলে আরব আমিরাতের আজমান শহরে অবস্থানকারী ভারতীয় প্রবাসী মুজিব চিরাতোড়ি’র নামে টিকেটটি কিনেছিলেন।

১২ মিলিয়ন অর্থাৎ এক কোটি ২০ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৩৩ লাখ টাকারও বেশি) ১০ জন মিলে ভাগ করে নেবেন তারা।

দেশটিতে পবিত্র ঈদুল ফিতরের পরেরদিন অর্থাৎ গতকাল মঙ্গলবার ১২ মিলিয়ন দিরহামের এই লটারির ড্র হয়।

এক মিলিয়ন অর্থাৎ ১০ লাখ দিরহামের দ্বিতীয় পুরস্কারটি পেয়েছেন বিশ্বনাথান বালাসুব্রামানিয়ান। আর এক লাখ দিরহামের তৃতীয় পুরস্কারটি পেয়েছেন জয়প্রকাশ নায়ের নামের এক ব্যক্তি। এ ছাড়া ৫০ হাজার দিরহামের পুরস্কারটি পেয়েছেন ইব্রাহিম ফিরিহাত নামের একজন।

অন্যদিকে, বিগ টিকেট র‍্যাফেল ড্র’র বিশেষ আকর্ষণ হিসেবে বিএমডব্লিউ সিরিজ ১৯ মডেলের গাড়ি জিতে নিয়েছেন পাকিস্তানি প্রবাসী সাদ উল্লাহ মালিক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img