শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আবারও ৩ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। শহীদ তিন জনই ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সদস্য।

আজ (বৃহস্পতিবার) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, নিহত তিনজনই গত ৭ এপ্রিলে জেরিকোর কাছে হামলার সঙ্গে জড়িত ছিল। ঐ হামলায় ঘটনাস্থলেই দুইজন ইহুদিবাদী দখলদার নিহত হয়। পরে আহত আরেক জনের মৃত্যু ঘটে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলেছে, ইসরাইলি হামলায় তিনজন নিহত হওয়া ছাড়াও চারজন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদেরকে হাসপাতালে নিতে সক্ষম হয়েছেন তারা। এ সময় প্রচুর টিয়ার সেল নিক্ষেপ করা হয়। এতে অন্তত ১৫০ জন স্কুলছাত্রীসহ বহু নাগরিক শ্বাসকষ্টের শিকার হয়।

এদিকে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, নাবলুসের তিন শহীদের রক্তের বদলা নেওয়া হবে। হামাস মুখপাত্র আব্দুল লাতিফ কানু বলেছেন, আমাদের বীর সন্তানদের শহীদ করার মাধ্যমে প্রতিরোধ সংগ্রাম স্তব্ধ করা যাবে না। দৃঢ় শক্তি ও মনোবল নিয়ে শহীদদের রক্তের বদলা নেওয়া হবে।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img