বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

গাজা উপত্যকায় ইসরাইলী হত্যাযজ্ঞের নিন্দা জানালেন আন্তোনিও গুতেরেস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি বলেন, ইসরায়েলের হত্যাকাণ্ড কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। গাজা উপত্যকায় রক্তপাত দ্রুত বন্ধ করতে তিনি ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১০ মে) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক এসব কথা জানান।

জাতিসংঘ মহাসচিব বলেন, ইসরাইলকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং নির্বিচারে বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা বন্ধ করতে হবে।

সূত্র: ইউএন ওয়েবসাইট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img